নিজস্ব প্রতিবেদক: এ্যারিস্টোফুড এক্সপোর্ট লিমিটেডের ৩৭৫ বস্তা চাল চুরির অভিযোগে কোম্পানির সুপারভাইজারসহ ছয়জনকে আসামি করে যশোর আদালতে মামলা করা হয়েছে। সোমবার যশোর সদরের রামনগর মুড়লীর এ্যারিস্টোফুড এক্সপোর্ট লিমিটেডের পরিচালক আব্দুল মোনায়েম এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
আসামিরা হলো, রামনগর মুড়লীর এ্যারিস্টোফুড এক্সপোর্ট লিমিটেডের সাবেক সুপারভাইজর বিপ্লব হোসেন, সাবেক সিকিউরিটি চেকিং গেটম্যান জিএম মনিুরজ্জামান, সাবেক লোডিং সুপারভাইজার খমিনুর রহমান, সামাদ ড্রাইভার, ট্রাক ড্রাইভার আরিফুজ্জামান ও জোহর আলী।
মামলা সূত্রে জানা গেছে, আসামিরা এ্যারিস্টোফুড এক্সপোর্ট লিমিটেডের চাকরিচ্যুত কর্মকর্তা ও কর্মচারী। এ কোম্পানির অটো রাইচ মিলের উৎপাদিত চাল সারাদেশে সরবরাহ করে। গত ১৪ মে আসামিরা কোস্পানির নিয়ম অনুসরণ না করে পরস্পর যোগসাজসে কোম্পানির নিজস্ব দুইটি ট্রাকে ৩৭৫ বস্তা চাল চুরি করে নিয়ে যায়। পরে সিসি ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত হয়ে আসামিদের জিজ্ঞাসা করলে চাল চুরির বিষয়টি স্বীকার করে। এরপর গোডাউনের চালের বস্তার সাথে স্টক রেজিস্টার মিলিয়ে প্রায় পাঁচ কোটি টাকার গড়মিল ধরা পড়েছে। অন্যান্য পরিচালকদের সাথে পরমর্শ করে তিনি আদালতে এ মামলা করেছেন।