কল্যাণ রিপোর্ট
গত ১৬ ডিসেম্বর ঝিকরগাছার গদখালি বাজারে গদখালী ইউনিয়ন বিএনপি সভাপতি তবিবরকে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে হত্যার হুমকি দেয়া ওই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহাগকে পুলিশ আজও আটক করতে পারেনি। উদ্ধার হয়নি সেই পিস্তলটিও।
ফলে ওই এলাকার মানুষ শংকিত হয়ে পড়েছে। যদিও ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত বলছেন যথাযথ প্রক্রিয়ায় সোহাগকে আটকের চেষ্টা চলছে। ইতোমধ্যে ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগ সোহাগকে বহিষ্কার করেছে।
উল্লেখ্য গত ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে সোহাগের নেতৃত্বে ১০/১২ জন সশস্ত্র সন্ত্রাসী গদখালি বাজারে গদখালী ইউনিয়ন বিএনপি সভাপতি তবিবর রহমান তবির ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এ বিষয়ে ঝিকরগাছা থানায় তবিবর রহমান তবি ৪ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন।
ঝিকরগাছায় ছাত্রলীগ নেতার ঔদ্ধত্য : পিস্তল উঁচিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি