কল্যাণ ডেস্ক : পঞ্চম ধাপে ৭০৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি ২০২২। তার মধ্যে যশোর সদরের ১৩টি ও কেশবপুরের ১১টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শনিবার (২৭ নভেম্বর) নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদের এই ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।
তিনি জানান, এ ধাপে ৩৭ ইউনিয়ন পরিষদে ইভিএমে ভোট নেওয়া হবে। বাকিগুলো হবে ব্যালট পেপারে। যার মধ্যে যশোরের ১টি ও কেশবপুরের ১টি উপজেলায় ইভিএমে ভোট গ্রহণ করা হবে।
যশোর সদরের ১৫টির মধ্যে ১৩টি ইউনিয়নে ও কেশবপুর উপজেলার ১১টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে বলে জানা গেছে।
যশোর সদরে হৈবতপুর, লেবুতলা, ইছালী, নওয়াপাড়া, উপশহর, চুড়ামনকাঠি, দেয়াড়া, আরবপুর, চাচড়া, রামনগর, কচুয়া, নরেন্দ্রপুর, ও বসুন্দিয়া ইউনিয়নে ৫ জানুয়ারি ২০২২ এ ভোট গ্রহন করা হবে। এছাড়াও কেশবপুরের সকল ইউনিয়নেও ভোট গ্রহন করা হবে একই দিনে।
নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৯ ডিসেম্বর, আপিল দায়েরের সময় ১০-১২ ডিসেম্বর, আপিল নিষ্পন্নের সময় ১৩ ও ১৪ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৭ ডিসেম্বর।
দেশে প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ রয়েছে। ধাপে ধাপে ভোটের মাধ্যমে মেয়াদ শেষের আগেই নির্বাচন উপযোগী সব ইউপির ভোট শেষ করার পরিকল্পনা করেছে ইসি। এর আগে চার ধাপে ইউপি ভোটের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর দুই পর্বে প্রথম ধাপের ৩৬৯টি ইউপিতে ও ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে এক হাজার ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে (২৮ নভেম্বর )। এছাড়া চতুর্থ ধাপে ৮৪০টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর।