নিজস্ব প্রতিবেদক :
যশোরে ৭৫ কৃষ্ণভক্তকে সম্মাননা জানানো হয়েছে। বুধবার সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বিরামপুর শিলা রায় মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সম্মাননা জানানো হয়। বৈষ্ণব পদরজপ্রার্থী স্বপন কুমার চন্দ্র সকল কৃষ্ণভক্তের পক্ষ থেকে সম্মাননা জানান। সম্মাননা উপহার হিসেবে ৭৫ জনের হাতে বই তুলে দেন। যশোরে এই সর্বপ্রথম কৃষ্ণভক্তদের সম্মাননা জানানো হয়। কৃষ্ণভক্তদের বৈষ্ণব সেবার মাধ্যমে তাদের সম্মান জানানো হয়। বিরামপুরের কৃষ্ণভক্ত প্রসাদ রায়সহ বিরামপুর মন্দির কমিটির সকল সদস্যের সার্বিক প্রচেষ্টায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠান থেকে কৃষ্ণভক্তদের সুখী, দীর্ঘ মঙ্গলসহ নিরাপদ জীবন কামনা করা হয়। ভক্তদের সম্মান রক্ষার্থে সবাই কাজ করতে পারেন। সবার মনুষ্যজীবন যেন সার্থক হয়। মৃত্যুকালে যেন প্রাণ গোবিন্দকে স্মরণ করে সবাই দেহ রাখতে পারেন। এ প্রত্যাশা ব্যক্ত করা হয়।