আব্দুল্লাহ সোহান, মণিরামপুর (যশোর): মণিরামপুর মহিলা আলিম মাদ্রাসার ইংরেজি প্রভাষক নুপুর বিশ্বাস। আট বছর ধরে কর্মস্থলে আসেন না। তবে প্রতিমাসে যথারীতি ২৯ হাজার টাকার স্কেলে বেতন উত্তোলন করছেন। অভিযোগ আছে বেতনের একটি অংশ মাদ্রাসার কয়েকজনকে দিয়ে তুষ্ট রেখে বাকিটা ভোগ করেন তিনি।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, নুপুর বিশ্বাস মাদ্রাসায় আসেন না গত ৮ বছর। ঢাকায় স্বামীর সাথে কাটান। নাম প্রকাশ না করা শর্তে একজন মাদ্রাসা শিক্ষক জানান, মাঝে মধ্যে মণিরামপুর বাজারে আসেন নুপুর বিশ্বাস, সেখানে অফিস সহকারী হাজির খাতা নিয়ে গেলে পুরো মাসের স্বাক্ষর করেন। মাদ্রাসার অধ্যক্ষ সহ পরিচালনা পরিষদকে ম্যানেজ করেই এভাবে চাকরি করে আসছেন নুপুর বিশ্বাস। এ ব্যাপারে প্রভাষক নুপুর বিশ্বাসের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে বিষয়টি সঠিক নয় বলে তিনি দাবি করেন।
তবে মাদ্রাসার সহকারী অধ্যক্ষ নুরুল ইসলাম বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, অনেক সমস্যা আছে, তাই লেখালেখির দরকার নেই। ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর সামাদ এ বিষয়ে কোন কথা বলতে চাননি। মাদ্রাসার পরিচালনা পরিষদের (ম্যানেজিং কমিটি) সভাপতি কামরুজ্জামান কামরুল সাংবাদিকদের বলেন, আমি সবেমাত্র দায়িত্ব পেয়েছি। বিষয়টি নিয়ে কথাও বলেছি সংশ্লিষ্ট সকলের সাথে। খুব শিঘ্রই সমাধান হবে।