অভয়নগর প্রতিনিধি: অক্টোবর মাসে যশোর জেলার মধ্যে সর্বাধিক সংখ্যা ডেঙ্গু রোগী শনাক্ত হয় অভয়নগরে। গত কয়েক দিন শীত পড়ার পর উপজেলায় ডেঙ্গু রোগী কমতে শুরু করেছে। গত ৬ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোন নতুন রোগী ভর্তি হয়নি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, রোববার হাসাতালে ১১ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিলো। উপজেলায় প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত হয় আগস্ট মাসে ওই মাসে এই রোগীর সংখ্যা দাঁড়ায় ৫৩ জনে। এর পর থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকে। সেপ্টেম্বরে এ সংখ্যা দাঁড়ায় ১৫১ জনে, অক্টোবরে ২৫৭ জন এবং চলতি মাসে এ পর্যন্ত ১১৬ জন রোগী শনাক্ত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওয়াহিদুজ্জামান বলেন, শীত পড়ার পর গত সপ্তাহ থেকে রোগীর সংখ্যা কমেছে। বর্তমানে হাসপাতালে ১১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। আশা করা যাচ্ছে শীত বেশি পড়লে ডেঙ্গু রোগ নির্মূল হবে। জেলায় গত তিন মাসে ডেঙ্গু আক্রান্ত হয় মোট ৫১৯ জন। যার মধ্যে অভয়নগর উপজেলাতেই ৩৯২ জন।
আরও পড়ুন: পলাতক দুই জঙ্গিকে ধরিয়ে দিলে ২০ লাখ টাকা পুরস্কার