বিনোদন ডেস্ক: হাসপাতালে ভর্তি অভিনেত্রী রুক্মিণী মৈত্র। বুধবার রাতে আচমকাই নায়িকার পোস্ট। হুইল চেয়ারে বসে অভিনেত্রী। মুখে হাসি কিন্তু হাঁটুতে লাগানো ‘নি-ক্যাপ’। লেখা- ওটি-তে যাওয়ার পথে। রুক্মিণী হাঁটুতে বেজায় চোট পেয়েছে। হঠাৎ কী ঘটল?
রুক্মিণী বলেন, আমি ভাল আছি। হাঁটুতে ছোট চোট লেগেছে। নাচের রিহার্সাল করতে গিয়ে হাঁটুতে অল্প চোট লাগে। বুধবার বিকালে একটা ছোট অস্ত্রোপচার করতে হয়েছে। কিন্তু এখন ভাল আছি।
আর কিছু দিন পরেই ‘ডান্স ডান্স জুনিয়র’-এর ফিনাল। এই রিয়্যালিটি শোয়ের জন্য নাচের রিহার্সাল করছিলেন তিনি। তার পরেই ঘটেছে এই দুর্ঘটনা। তবে খুব বেশি চিন্তার কারণ নেই। এক দিকে ‘ডান্স ডান্স জুনিয়র’ শেষের পথে। অন্যদিকে আবার ‘বিনোদিনী’র শুটিং শুরু হবে এই ডিসেম্বরেই। তাই খুব বেশি দিনের বিশ্রাম নয়। দু’দিন বিশ্রাম নিয়েই ফ্লোরে ফিরবেন নায়িকা।
স্টুডিয়োপাড়ায় খবর, এবার নাকি ‘কলকাতা চলচ্চিত্র’ উৎসবে থালি গার্ল হিসাবেও দেখা যাবে। এক কথায়, ২০২২সালের শেষে নিশ্বাস ফেলার সময় নেই রুক্মিণীর। আপাতত বিনোদিনী রূপে নায়িকাকে পর্দায় দেখার অপেক্ষা
আরও পড়ুন: সিনেমায় অভিনয় করছেন নিশো, সঙ্গী তমা মির্জা