নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের শান্তি মোড়ে পালসার মোটর সাইকেলে রিক্সার গতিরোধ করে কলেজ পড়–য়া শিক্ষার্থী সাইদুর রহমানকে নামিয়ে সাড়ে ১১ হাজার টাকা মূল্যের স্বর্ণের নতুন আংটি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। ছিনতাইকারীরা দ্রুত পালানোর সময় তিনজনকে স্থানীয় জনগণ ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
তারা হচ্ছে, যশোর সদর উপজেলার মাহিদিয়া তেঁতুলিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে বিপ্লব হোসেন, মাহিদিয়া পশ্চিমপাড়ার আব্দুল আজিজ বিশ^াসের ছেলে বিপুল বিশ^াস ও ঝিকরগাছা উপজেলার মীর্জাপুর গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে নাসির উদ্দিন।
তাদের নামে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। সোমবার রাতে কোতয়ালি মডেল থানায় মামলাটি করেছেন চৌগাছা উপজেলার সর্বনন্দ হুদা গ্রামের লিটন বিশ^াসের ছেলে সাইদুর রহমান।
মামলায় তিনি উল্লেখ করেন, সে যশোর এমএম কলেজের অনার্স অর্থনীতি বিভাগে ৩য় বর্ষে লেখাপড়া করে। গত ১৪ নভেম্বর এড়েন্দা গ্রামের মশিয়ার রহমানের মেয়ে সুরাইয়া খাতুনকে সাথে নিয়ে যশোর শহরের একটি স্বর্ণের দোকান হতে একটি কাটাই আংটি যার মূল্যা ১১ হাজার ৬৫০ টাকা ক্রয় করেন।
এরপর তারা রিক্সা যোগে ধর্মতলা মোড়ে যেয়ে এড়েন্দা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জাকির হোসেনের ইজিবাইক যোগে এড়েন্দা গ্রামের উদ্দশ্যে রওয়ানা করেন। বিকেল ৪ টায় এড়েন্দা গ্রামের শান্তির মোড় নামকস্থানে পৌছালে মোটর সাইকেল যোগে বাদীর বহনকৃত ইজিবাইকের গতিরোধ করে আংটি ছিনতাই করে নেয়।