নিজস্ব প্রতিবেদক: মিথ্যা বিজ্ঞাপন দিয়ে জনসাধারণকে প্রতারিত করায় যশোরে তিয়ানশি লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানিকে লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে শহরের আরএন রোড পন্ডিত পুকুর এলাকায় প্রতিষ্ঠানটির অফিসে অভিযান চালিয়ে র্যাবের ভ্রম্যমান আদালত এ জরিমানা আদায় করেন।
ভুয়া প্রতিষ্ঠান খুলে নতুনভাবে প্রতারণা ও বিভিন্ন খাদ্যপণ্য ওষুধ হিসেবে বিক্রি এবং আড়ালে এমএলএম ব্যবসার অপরাধে সদরের কনশাস ট্রেডার্সের মালিক আব্দুর রহিম খান (৩৭) ও সহযোগী আব্দুল গফুরকে (৩২) জরিমানা করা হয়। আব্দুর রহিম যশোরের মণিরামপুরের আটঘরা খাঁপাড়া গ্রামের মৃত মনির উদ্দিন খানের ছেলে ও আব্দুর গফুর সদরের বাজুয়াডাঙ্গা এলাকার আব্দুস সাত্তারের পুত্র।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শহরের আরএন রোড সংলগ্ন পন্ডিত পুকুর জামে মসজিদ এলাকায় কনশাস ট্রেডার্সের মালিক থ্রিডি হিউম্যান ডিজিজ প্রোডাক্টশন সিস্টেম নামক ভুয়া মেশিন দ্বারা জনসাধারণের সকল রোগ নির্ণয় করে এবং মিথ্যা বিজ্ঞাপন দিয়ে জনসাধারণকে প্রতারিত করে।
এছাড়াও তিয়ানশি (বিডি) লিমিটেড বিভিন্ন খাদ্যপণ্য ওষুধ হিসেবে বিক্রির আড়ালে এমএলএম ব্যবসা করে অবৈধভাবে অর্থ উপার্জন করে আসছে। এ সংবাদের ভিত্তিতে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত র্যাব-৬ ও জাতীয় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের সমন্বয়ে অভিযান চালানো হয়। এ সময় কোম্পানির মালিক আব্দুর রহিম খান ও সহকারী আব্দুল গফুরকে পঞ্চাশ হাজার করে এক লাখ টাকা জরিমানা করা হয়।
আদায়কৃত টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান।