নিজস্ব প্রতিবেদক: গর্ভের সন্তান হত্যার অভিযোগে স্ত্রীসহ চারজনের বিরুদ্ধে যশোর একটি আদালতে মামলা হয়েছে। বুধবার বাঘারপাড়ার নরসিংহপুর গ্রামের নব কুমার বিশ্বাস বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
আসামিরা হলো অভয়গরের সিদ্দিপাশা গ্রামের গণেশ কর ও স্ত্রী অপর্না কর, মেয়ে স্পৃহা কর এবং বাঘাপাড়ার তেলকুপ গ্রামের সন্তোষ রায়ের ছেলে সমির রায়।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২০ সালের ১৫ জুলাই নব কুমার পারিবারিকভাবে আসামি স্পৃহা করকে বিয়ে করেন। চলতি বছরের ১৪ মে স্পৃহা করকে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেকে নিয়ে আল্ট্রাসনোগ্রাম করে নব কুমার নিশ্চিত হন স্পৃহা কর অন্তঃসত্ত্বা হয়েছে। গত ১৭ মে স্পৃহা কর তার যাবতীয় গহনা ও বাড়িতে রাখা ২ লাখ টাকা নিয়ে পিতার বাড়ি চলে যায়।
এরপর থেকে শ্বশুর বাড়ির লোকজন নানা কথা বলতে থাকে নব কুমারকে। তার স্ত্রী স্পৃহা কর ফোন করে গর্ভের সন্তান নষ্ট করবে বলে হুমকি দেয়। গত ২২ অক্টোবর নব কুমার ফোন করে তার স্ত্রীকে বাড়ি আসার জন্য প্রস্তুত হতে বলেন।
এতে ক্ষিপ্ত হয়ে তার স্ত্রী স্পৃহা কর অকথ্য ভাষায় গালিগালাজ ও তার সাথে সংসার করবেনা এবং গর্ভের সন্তান নষ্ট করে ফেলেছে বলে জানিয়ে দেয়। একই সাথে ১৮ জুন আসামিরা পরিকল্পিতভাবে স্পৃহাকে খুলনার ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গর্ভের সন্তান নষ্ট করে ফেলে। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।