নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের সুবর্ণা গ্রাম থেকে মৌসুমী খাতুন (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোর ৫টার দিকে ৯নং বারবাজার ইউনিয়নের সুবর্ণা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মৌসুমী বাঘারপাড়া জহুরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ছোট খুদড়া গ্রামের মনিরুল মোল্লার মেয়ে। আট বছর আগে সুবর্ণা গ্রামের অসিমের সাথে পারিবারিক ভাবে মৌসুমীর বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের পাঁচ বছরের এক ছেলে ও দেড় বছরের একটি মেয়ে রয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার ভোর ৫টার দিকে মৌসুমীকে নিজ ঘরের আড়ার ফ্যানের বাটাম ভেঙ্গে নিচে পড়ে থাকতে দেখে প্রতিবেশিরা তার স্বজনদের এবং পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
মৌসুমির মা মুন্নি অভিযোগ করে বলেন, আমার মেয়ে আত্মহত্যা করবে কেন ? ওরা আমার মেয়েকে মেরে ঝুলিয়ে রেখেছে। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকেরা আমার মেয়েকে নির্যাতন করে আসছে। কিছুদিন আগে আমার মেয়েকে মেরে ফেলার হুমকিও দেয়। ওরা পরিকল্পিতভাবে মেরে ফেলেছে আমি এর বিচার চাই।
মৌসুমির চাচা শাহ আলম বলেন, ঘটনা দেখে কোনভাবেই আত্মহত্যা মনে হয়নি। ছোট্ট একটা কাঠের বাটামে কিভাবে আত্মহত্যা করল ? বাটাম ভেঙে নিচেই পড়ে ছিল।
কালিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান, সম্ভবত মেয়েটি পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ জানা ও বলা সম্ভব হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: অভয়নগরে যুব মৈত্রীর সভাপতি ফরিদ ও সম্পাদক সুশান্ত