রাজগঞ্জ প্রতিনিধি: মণিরামপুর উপজেলার নেংগুড়াহাট এলাকায় চালুুয়াহাটি গ্রামে চুলার আগুনে দুটি বাড়ি পুড়ে ক্ষতি হয়েছে প্রায় ৭ লক্ষাধিক টাকার। এ সময় ওই বাড়িতে থাকা দু’টি কোরআন শরিফ রয়েছে অক্ষত।
উপজেলার নেংগুড়াহাট বাজারের মুদি ব্যবসায়ী আজিজুর রহমানের স্ত্রী আলেয়া বেগম সোমবার দুপুরে রান্না করার সময় হঠাৎ চুলার আগুনের ফুলকিতে পাশে থাকা পাটকাঠিতে আগুন ধরে যায়। তার চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসার আগেই আগুন চারিদিক ছড়িয়ে পড়ে।
মুহূর্তের মধ্যেই দু’টি বসতঘরে আগুন লেগে যায়। মণিরামপুর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসার আগেই বাড়ি দুটি পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ আজিজুর রহমান জানান, ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, খাদ্য সামগ্রি ও পোশাক আশাক সবই পুড়ে গেছে। আমাদের পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই। তবে এ সময় আগুনে ঘরে থাকা কোরআন শরিফ দু’টি অক্ষত আছে। স্থানীয় মেম্বার আতিয়ার রহমান বলেন, আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। তাদের মাথা গোজার ঠাই পর্যন্ত নেই।