নিজস্ব প্রতিবেদক: সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেছেন, আওয়ামী লীগের ১৪ বছরের দেশ পরিচালনায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা ফুরফুরে মেজাজে আছে। এতদিন আওয়ামী লীগ নেতা-কর্মীরা তাদের সাথে সখ্যতা গড়ে তুলে ওদেরকে মাথায় তুলে রেখেছে। তাদের ব্যবসা-বাণিজ্যসহ জীবন চলার প্রতিটি ক্ষেত্রে শতভাগ সহযোগিতা করেছে। দেশ উন্নয়নের ধারাবাহিকতায় সরকারের প্রতিটি অর্জনের সুবিধা তাদের প্রতি বিরাজমান।
মঙ্গলবার দিনব্যাপী শার্শা উপজেলার পুটখালী, গোগা ও কায়বা ইউনিয়নে ব্যাপকভাবে গণসংযোগকালে একথা বলেন তিনি।
তিনি আরো বলেন, এদেশের মাটিতে বাংলাদেশের জনগণ বিএনপি-জামায়াতকে আর রাষ্ট্রীয় ক্ষমতা দেখতে চায়না। ওরা যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছে। বঙ্গবন্ধুর খুনীদের পুরস্কৃত করেছে। মানুষ পুড়িয়ে হত্যা করেছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ ধ্বংস করেছে। তাদের হাতে রাষ্ট্র নিরাপদ নয়। রাজনৈতিকভাবে এরা অস্বচ্ছ দল। মানুষ এখন আর বিএনপির কথায় সাড়া দেয়না, মানুষ উন্নয়ন চায়।
এ সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, কোষাধ্যক্ষ ওয়াহেদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, যশোর জেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক সালমা আলম, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, নেতা জাহাঙ্গীর হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, সাধারণ সম্পাদক ইকবল হোসেন রাসেল, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন তোতা, ডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল, বেনাপোল পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক আহাদুজ্জামান বকুল প্রমুখ।
আরও পড়ুন: লাভজনক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে চেষ্টা করছি : কৃষিমন্ত্রী