ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলায় জনসেবা প্রদানকারী সরকারি দপ্তরসমূহের মধ্যে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ ঝিকরগাছা জোনাল অফিস প্রথম স্থান অধিকার করেছে।
বুধবার বিকেলে মেলা শেষে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিনের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন ঝিকরগাছা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার টিএম মেজবাহ উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারমান লুবনা তাক্ষী সহ আরো অনেকে।
আরও পড়ুন: দখলমুক্ত খলিশাখালির ১৩২০ বিঘার ঘের