বিনোদন ডেস্ক: ভারতীয় হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মার শেষকৃত্য সম্পন্ন। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) মুম্বাইয়ের গোদেব শ্মশানে তুনিশার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। খবর ইন্ডিয়া টুডের।
প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারের সদস্য ছাড়াও টেলিভিশন ইন্ডাস্ট্রির অনেক তারকা উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধা জানান। এ সময় তুনিশার মা বনিতা শর্মা মেয়ের দিকে তাকিয়ে অজ্ঞান হয়ে পড়েন। ২০১৮ সালে তুনিশার বাবা মারা যান। তারপর থেকে মা-মেয়ে পরস্পরের অনুপ্রেরণা ও শক্তি ছিল। সবকিছু মিলিয়ে মেয়েকে হারিয়ে দিশেহারা বনিতা শর্মাভ।
তুনিশার শেষকৃত্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে পড়েছে। তা ছাড়াও কিছু স্থিরচিত্র প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি। তাতে দেখা যায়, অজ্ঞান অবস্থায় বনিতা শর্মাকে নিয়ে যাওয়া হচ্ছে।
গেল শনিবার শুটিং সেটে চা-পানের বিরতিতে সহ-অভিনেতা শেজান খানের মেকআপ রুমের বাথরুমেই আত্মহত্যা করেন অভিনেত্রী। ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। সেখানেই অভিনেত্রীকে মৃত্যু ঘোষণা করা হয়। অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক শেজান মোহাম্মদ খানকে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
মেয়ের মৃত্যুর পরই বনিতা শর্মা অভিনেতা শেজান খানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। কারণ সম্প্রতি তুনিশার সঙ্গে প্রেমের সম্পর্কের ইতি টানেন শেজান। আর এ কারণে তুনিশা আত্মহত্যা করেছেন বলে দাবি বনিতা শর্মার। তুনিশার আত্মহত্যার পরই শেজান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন: মধ্যরাতে সালমানের কাছে ছুটে গেলেন শাহরুখ