চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় পিছিয়ে পড়া দলিত বঞ্চিত জনগোষ্ঠির আর্থসমাজিক উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বুধবার সকালে উপজেলা পরিষদের হলরুমে অশ্রুমোচন মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার আয়োজনে ও নাগরিক উদ্যোগের সহযোগিতায় সুবিধা বঞ্চিত দলিত জনগোষ্ঠির আর্থসমাজিক মান উন্নয়নের মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
উপজেলা দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলনের সভাপতি প্রকাশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মেহেদী হাসান, যুব উন্নয়ন অফিসার সুভাস চন্দ্র চক্রবর্তী, সাংবাদিক শ্যামল দত্ত, অশ্রুমোজন মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সভাপতি রুপালী বিশ্বাস। এ ছাড়া উপস্থিত ছিলেন অশ্রুমোচন সংস্থার প্রোগ্রাম অফিসার নাসির উদ্দিন, কো-অর্ডিনেটর সুমিত্র সরকার, হিসাব রক্ষক সদয় দাস প্রমুখ।
আরও পড়ুন: বটিয়াঘাটায় সার ও বীজ বিতরণ