মহেশপুর প্রতিনিধি: রবিবার মহেশপুরের ফতেপুর গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে নারী শিক্ষার অগ্রগতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এটিএম খাইরুল আনাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ওয়ালিউল ইসলাম, নাসরিন খাতুন, শারমিন সুলতানা প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা নারী শিক্ষার বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।