বিনোদন ডেস্ক: বলিউড আইটেম গার্ল নোরা ফাতেহি। তার নাচে মুগ্ধ ভারত-বাংলাদেশ ছাড়াও বিশ্বের নানা দেশের বিনোদনপ্রেমীরা। পেশাগত বিষয়াদি ছাড়া খুব একটা বাড়তি কথা বলতে দেখা যায় না তাকে। ব্যক্তিগত বিষয়ে মুখ খোলেন না একেবারেই। তবে সম্প্রতি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি। নিজের পুরোনো প্রেমের কথা মনে করে কান্নায় ভেঙে পড়েছেন নোরা।
সম্প্রতি ছোটপর্দায় নাচের একটি রিয়ালিটি শোতে বিচারক হিসেবে দেখা গেছে নোরা ফাতেহিকে। সেখানে ‘বড়া পচতাওগে’ গানে পারফর্ম করেন একজন প্রতিযোগী। সেই নাচ-গান দেখেই চোখের পানি ধরে রাখতে পারেননি নোরা। ফিরে গেছেন নিজের অতীতে, করেছেন স্মৃতি রোমন্থন।
নোরা ফাতেহি জানান, পারফরম্যান্সটি দেখে অশ্রু এসেছে তার। ইমোশনাল হয়ে পড়েছেন। এই গানটি যেন তারই। গানটির সঙ্গে তিনি তার অতীতকে রিলেট করতে পারেন। এই গানটি প্রেমে প্রতারিত হওয়ার কথা বলে। একটা সময় অঙ্গদ বেদীর সঙ্গে প্রেম করতেন নোরা। সেই প্রেমের কথাই মনে পড়ে গেছে রিয়েলিটি শোয়ের মঞ্চে।
উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশের ঘুরে গেছেন নোরা। বর্তমানে কিছু কাজ নিয়ে ব্যস্ত আছেন। ‘অ্যান অ্যাকশন হিরো’ ও ‘১০০ পারসেন্ট’ সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। তাতে দেখা যাবে নোরাকে।
আরও পড়ুন: পুত্রসন্তানের বাবা হলেন রিয়াজ