নিজস্ব প্রতিবেদক : যশোর কোতয়ালি থানার দুই দরোগার বিরুদ্ধে রেলগেট রায়পাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী হত্যা চাঁদাবজিসহ দেড় ডজন মামলার আসামি রাকিব ওরফে ভাইপো রাকিবকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। মোটা অংকের টাকার বিনিময়ে তাকে ছাড়া হয়েছে বলে অভিযোগ উঠলেও পুলিশ বলছে, উপরের চাপে তাকে ছাড়তে বাধ্য হয়েছেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৪ নভেম্বর রাতে রেলগেট এলাকা থেকে ভাইপো রাকিবকে কোতয়ালি থানার দুই দারোগা এস আই আনসারুল হক ও এস আই সালাহ উদ্দিন খান আটক করেন। এ সময় ভাইপো রাকিব মদ্যপ অবস্থায় ছিল। রাকিবকে আটকের পর থানায় নিয়ে যাওয়া হয়। থানায় নেয়ার পর দেনদরবারের এক পর্যায়ে রাকিবের স্বজনদের সাথে মোটা অংকের টাকা চুক্তির বিনিময়ে শীর্ষ সন্ত্রাসী ভাইপো রাকিবকে ছেড়ে দেয়া হয়।
এ ব্যাপারে অভিযুক্ত দারোগো এস আই সালাহ উদ্দিন খানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, থানায় এসে কথা বলেন, অফিসিয়াল কথা অফিসিয়ালিভাবে এসে কথা বলেন। আমি সাক্ষী দিতে কুষ্টিয়ায় এসেছি বলে এস আই সালাহ উদ্দিন মোবাইল ফোন কেটে দেন।
এ বিষয়ে কোতয়ালি থানার ওসি তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, ভাইপো রাকিবকে আটকের পর তার কাছে কিছু পাওয়া যায়নি। উপরের চাপে তাকে ছেড়ে দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, রাকিবকে রেলগেট এলাকা থেকে মদ্যপ অবস্থায় আটক করা হয়। রাকিবের নামে কোতয়ালি থানায় হত্যা, চাঁবাজিসহ প্রায় দেড় ডজন মামলা রয়েছে। রেলগেট রায়পাড়ার বাসিন্দারা জানান, রাকিব একজন কিলার হিসেবে শহরে পরিচিত। হত্যা, চাঁদাবাজি তার পেশায় পরিণত হয়েছে। অথচ এমন একজন দুধর্ষ শীর্ষ সন্ত্রাসীকে আটকের পর পুলিশ ছেড়ে দেয়ায় এলাকাবাসীর মধ্যে পুলিশের প্রতি বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
ভাইপো রাকিবের অত্যাচারে রেলগেট রায়পাড়া এলাকার বাসিন্দারা শান্তিতে বসবাস করতে পারে না। ভাইপো রাকিব প্রায় প্রতিনিয়ত বিভিন্ন অজুহাতে স্থানীয়দের কাছ থেকে চাঁদা আদায় করে। চাঁদা না দিলে মারপিটসহ বিভিন্ন রোমহর্ষক ঘটনা ঘটায়।
সর্বশেষ
- মণিরামপুরের ভ্যানচালক হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন
- ফল গাছের চারা পেয়ে উচ্ছ্বসিত মৌমাছি স্কুলের আড়াইশ’ শিশু শিক্ষার্থী
- নেপালে পার্লামেন্ট ও প্রেসিডেন্ট ভবনে অগ্নিসংযোগ, পুড়িয়ে হত্যা সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীকে
- ভৈরব নদ দখলমুক্তসহ পাঁচ দাবিতে মহাসড়কে অবস্থান কর্মসূচি ঘোষণা
- ইসলামিক ফাউন্ডেশন যশোরে ফাতেমা (রা:)’র জীবনী সম্পর্কে আলোচনা সভা
- ঝিকরগাছার তিন সাংবাদিকের বিরুদ্ধে মানহানির অভিযোগে আদালতে মামলা
- শত প্রতিকূল পরিস্থিতিতেও মহিলা দলের নেত্রীরা রাজপথ ছেড়ে যায়নি
- নেপালে আগুন দেখে জামাল বললেন, ‘নিরাপদ নই আমরা’
২ Comments
#তিব্র_নিন্দা_জানাচ্ছি_এই এর বিরুদ্ধে।।কেন আপনারা মিথ্যা সংবাদ প্রকাশ করেন পুলিশ প্রশাশন জনগনের বন্ধু তাড়া রাকিব এর বিরুদ্ধে কোন অভিযোগ পাইনি তার মামলা সংক্রান্ত কোন ওয়ারেন্ট ও নেই।পুলিশ টাকার বিনিময়ে তাকে ছারেনি ছেরেছে মানবতার শ্রেষ্ট কিছু কতিপয় দেখে।।মিথ্যা সংবাদ প্রকাশ করার সময় একটু বিবেচনা করে দেখবেন আপনাররা টাকা তো আপনারা খেয়েছেন মিথ্যা নিউজ পত্রিকায় প্রকাশ করছেন পুলিশ মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠালে কি আপনারা আরো টাকা পেতেন।
অথচ সংবাদ কর্মি হলেও পুলিশের কাছে হেনস্থার শিকার হতে হয়।আমাদের