বটিয়াঘাটা প্রতিনিধি: বটিয়াঘাটায় বিশ্ব এন্টি মাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে রোববার সকালে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এন্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কন্টেনমেন্ট, ভাইরাল হেপাটাইটিস ও ডায়রিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি রোগ নিয়ন্ত্রণ বিভাগ, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর মহখালী, ঢাকার আয়োজনে এন্টিবায়োটিক ব্যবহারে সচেতন হই সকলে মিলে এন্টি মাইক্রো বিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডল, বটিয়াঘাটা প্রেসক্লাব সভাপতি কবীর আহমেদ খান। উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. অভিজিৎ মল্লিক, ডা. সাবেরা শারমিন, ডা. ইভানা নাসরিন, ডা. মাহফুজুর রহমান, সাংবাদিক মনিরুজ্জামান মনি, আহসান কবির, তরিকুল ইসলাম, ইমরান হোসেন প্রমুখ।
আরও পড়ুন: কালীগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ