মণিরামপুর প্রতিনিধি: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মণিরামপুরে দোয়া মাহফিল ও শ্রমিক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে থানা ও পৌর শ্রমিক দলের আয়োজনে দলের অস্থায়ী কার্যালয়ে মতবিনিময় সভায় উপজেলা শ্রমিক দলের সভাপতি মমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিন্টু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর বিশ^াস, বিএনপি নেতা ফিরোজ হোসেন,
থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান লাভলু, পৌর সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, স্বেচ্ছাসেবক দলের হুমায়ূন কবীর, যুবনেতা সাইফুল ইসলাম, জয়েল রানা প্রমুখ। মতবিনিময় শেষে দোয়া পরিচালনা করেন বিএনপি নেতা আসাদুজ্জামান মিন্টু।