নিজস্ব প্রতিবেদক: বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এক পা দিয়ে লেখা আলোচিত সেই তামান্নার। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ পেয়েছেন তিনি।
সম্প্রতি যবিপ্রবির কোটার মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে নাম এসেছে তামান্নার। আগামী ২০ নভেম্বর তার সাবজেক্ট চূড়ান্ত হওয়ার পর তিনি যবিপ্রবিতে ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার সুযোগ পেয়ে তামান্না বলেন, আমি অনেক আনন্দিত স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া।
তামান্নার পিতা রওশন জানান, তামান্না ভর্তির সুযোগ পাচ্ছে। তার মেধা তালিকায় নাম এসেছে। ২০ নভেম্বর তার সাবজেক্ট চূড়ান্ত হতে পারে। তামান্না যবিপ্রবি ভর্তির সুযোগ পাওয়ায় জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম স্যার তাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, জন্ম থেকেই প্রতিবন্ধী তামান্না আক্তার নূরার এক পা-ই সম্বল। এক পা দিয়ে লিখেই ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন তামান্না। বিজ্ঞান শাখার ‘ক’ ইউনিট থেকে ৪৮.২৫ মার্ক পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। কোটার ফলাফল দিলে ১৯তম হয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন। তামান্না এর আগে পিইসি, জেএসসি, এসএসসি ও এইচএসসিতে মোট চারটি বোর্ড পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন।
যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া আলীপুরের রওশন আলী ও খাদিজা পারভীন শিল্পী দম্পতির তিন সন্তানের মধ্যে বড় তামান্না নূরা। বাবা রওশন আলী ঝিকরগাছা উপজেলার ছোট পৌদাউলিয়া মহিলা দাখিল মাদরাসার (ননএমপিও) শিক্ষক। মা খাদিজা পারভীন গৃহিণী। ছোট বোন মুমতাহিনা রশ্মি ষষ্ঠ শ্রেণিতে পড়ে। ভাই মুহিবুল্লা তাজ প্রথম শ্রেণিতে পড়ে। গত ২৪ জানুয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাসহ দুটি স্বপ্নের কথা জানিয়ে চিঠি লিখেছিলেন তামান্না। সেই চিঠির পরিপ্রেক্ষিতে ১৪ ফেব্রুয়ারি হোয়াটসঅ্যাপ নম্বরে অডিওকলে ফোন দিয়ে তামান্নাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা। একইসঙ্গে দুই বোন তামান্নার স্বপ্ন পূরণে যেকোনো সহযোগিতার আশ্বাস দেন। একইসাথে প্রধানমন্ত্রী তামান্নাকে তার স্বপ্ন পুরণে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে আবেদন করার পরামর্শ দেন। সেই পরামর্শে জেলা প্রশাসকের মাধ্যমে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে আবেদন করেছেন তিনি। এছাড়া সম্প্রতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি যশোর এসে তামান্নার সঙ্গে কথা বলেন।
আরও পড়ুন: এড়েন্দায় ছিনতাইকালে তিনজনকে গণপিটুনি