নিজস্ব প্রতিবেদক: যশোরের চিহ্নিত সন্ত্রাসী কবির চৌধুরী ওরফে হাফিজকে ইয়াবাসহ আটক করেছে র্যাব। হত্যা, ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজি, বোমাবাজি ও মাদকসহ অন্তত দুই ডজন মামলার আসামি কবির চৌধুরী।
গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় শহরের পুরাতন কসবা এলাকার সাজিদ এন্টারপ্রাইজের সামনে থেকে তাকে আটক করা হয়। এই ঘটনায় কবির চৌধুরীর বিরুদ্ধে র্যাবের এসআই আল আমিন নাঈম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন।
আটক কবির চৌধুরী শহরের শংকরপুর মুরগি ফার্ম এলাকার বাসিন্দা।
র্যাব ক্যাম্প যশোরের এসআই আল আমিন নাইন জানিয়েছেন, সোমবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন কসবা এলাকার সাজিদ এন্টারপ্রাইজের সামনে অভিযান চালিয়ে কবীর চৌধুরীকে ১৮৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।