নিজস্ব প্রতিবেদক :
যশোরে দ্বিতীয় বিভাগ বাস্কেটবল লিগের শিরোপা নিজেদের ঘরে নিয়েছে বজলুল করিম স্মৃতি সংঘ। লিগের রানার্সআপ হয়েছে সিরাজুল ইসলাম স্মৃতি সংঘ। মঙ্গলবার যশোর জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল গ্রাউন্ডে লিগের ফাইনালে জয়-পরাজয়ের ব্যবধান ছিল ৬২-৫৫ পয়েন্ট।
ম্যাচে বিজয়ী বজলুল করিম প্রথম কোয়ার্টারে ১০-৮, দ্বিতীয় কোয়ার্টারে ১২-১৬, তৃতীয় কোয়ার্টারে ১৭-১৪ ও চতুর্থ কোয়ার্টারে ২৩-১৭ পয়েন্ট অর্জন করে। বিজয়ীদের পক্ষে জিনিয়াস ছয়টি, হারিস ১২টি, রেজওয়ান ও আজিজ পাঁচটি করে, বাশার ২৩টি ও দিগন ১১ পয়েন্ট এনে দেন। বিজিতদের পক্ষে সাকিব ও কাফী দু’টি করে, অমিত ১৮টি, শাহাদত ১৫টি, নিরব ১২টি এবং তন্ময় ছয়টি পয়েন্ট দলকে এনে দেন।
লিগে উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রেইনবো ক্রীড়া সংসদের রাতুল হাসান। ফাইনালে সেরা খেলোয়াড় হয়েছেন সিরাজুল ইসলাম স্মৃতি সংঘের অমিত।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির। বাস্কেটবল পরিষদের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল, বাস্কেটবল পরিষদের যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু। এ সময় জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী ও বাস্কেটবল পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।