নিজস্ব প্রতিবেদক: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয় শার্শার রামপুর বাজারে তদারকিমূলক অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে গতকাল অভিযান চালিয়ে সরদার বেকারিকে ১৫ হাজার ও আল আমিন বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। দুটি বেকারির বিএসটিআই’র লাইসেন্স নেই।
সূত্র মতে, রামপুর বাজারের সরদার বেকারি খাবারে ক্ষতিকর শিল্প লবণ, সাল্টু ও স্যাকারিন ব্যবহার এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও প্রক্রিয়াকরণ করছিলো। হাতেনাতে প্রমাণ পেয়ে ১৫ হজার টাকা জরিমানা করে।
অন্যদিকে একই অপরাধ করায় আল আমিন বেকারিকে একই অর্থ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর কার্যালয়।
তদারকিকালে জব্দকৃত শিল্প লবণ ধ্বংস করা হয় এবং বেকারি মালিকদের ১৫ দিনের মধ্যে কারখানার পরিবেশ মানসম্মত এবং সকল প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার নির্দেশনা দেয়া হয়। অভিযানে সহযোগিতা করেন ক্যাব সদস্য আব্দুর রকিব সরদার এবং জেলা পুলিশের টিম।
আরও পড়ুন: যবিপ্রবিতে ভর্তির সুযোগ পেলেন এক পায়ে লেখা সেই তামান্না