ক্রীড়া ডেস্ক: মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২২ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট। সে টেস্টে সাকিবের বল করা নিয়ে আশার বাণী শোনালেন বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।
ম্যাচ পূর্ব সংবাদসম্মেলনে অ্যালান ডোনাল্ড সাকিব প্রসঙ্গে বলেন, ‘সাকিব ঠিক আছে, সে বল করবে। সে ব্যথা পেয়েছিল ওয়ানডে ম্যাচে। সেটা থেকে সে সেরে উঠেছে। সে খেলার জন্য প্রস্তুত এবং বোলিং করার জন্যও প্রস্তুত।’
মিরপুর টেস্টও হচ্ছে স্পিনিং উইকেটে। এই ম্যাচে বাংলাদেশের স্কোয়াড কেমন হচ্ছে তারও আভাস দিয়েছেন ডোনাল্ড।
তিনি বলেন, ‘চট্টগ্রাম টেস্টে খেলা তিন স্পিনার খেলবে এ ম্যাচে, আর দুই পেসার তাসকিন ও খালেদ থাকবেন। এটাই সম্ভবত হতে যাচ্ছে।’
তাসকিনের খেলার বিষয়ে বাংলাদেশের পেস বোলিং কোচ বলেন, ‘তাসকিন আগের ম্যাচেও খেলতে চেয়েছিল। তবে এই টেস্ট খেলার জন্য সে প্রস্তুত।’
আরও পড়ুন: যে কারণে বিশ্বকাপে জয়ী দলকে আসল ট্রফি দেওয়া হয় না